কুমিল্লায় অটোরিকশার ধাক্কায় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ইমন সরকার (২২) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই সুমন সরকার আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টমছম ব্রিজ এলাকার রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইমন সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চাটুয়াখোলা এলাকার আব্দুল কুদ্দুস সরকারের ছেলে। তিনি তার ভাই সুমনের সঙ্গে একটি ওষুধ কোম্পানির হয়ে কাজে রামমালায় এসেছিলেন। ইমন ও সুমন কুমিল্লা কোটবাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইমন ও তার ভাই সুমন সরকার রামমালা হলি ফ্যামিলি হাসপাতাল থেকে বের টমছমব্রিজের দিকে যাচ্ছিলেন। এসময় রামমালা পানির টাংকি মোড়ে রাস্তার পাশে দাঁড়ানো একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন ইমন। একই সময় পেছন দিক থেকে আসা কাভার্ড ভ্যানের চাকার নিচে পড়ে সুমনের মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ভাই সুমন সরকার আহত অবস্থায় হলি ফ্যামিলিতে চিকিৎসাধীন।
কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এএসআই হান্নান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুমন ও ইমন দুই ভাইয়ে রাস্তার পাশে হাঁটার সময় কাবার ভ্যানের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ইমনের পরিবারের সদস্যরা এলে আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা হবে। ইমনের ভাই সুমন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করেছে।
আরটিভি/এএএ