ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত 

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ 

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ১০:১৮ এএম


loading/img
ছবি: সংগৃহীত

কুমিল্লা বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে।  

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা। 

নিহতরা হলেন, কুমিল্লার দেবিদ্বারের মোখলেছুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (১৮), মো. তুহিন (১৭)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ভোরে তারা ট্রেনে কাটা পড়েন। এদের মধ্যে দুজন কাটাপড়ার পরও কিছুক্ষণ জীবিত ছিলেন। পরে তারা মারা যান। পুলিশ এসে মরদেহ উদ্ধার করার চেষ্টা করছে।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে যেকোনো সময় এই তিন যুবক ট্রেনে কাটা পড়ে থাকতে পারেন। 

কোন ট্রেনে কাটা পড়েছে যুবকরা বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বিজ্ঞাপন

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, ভোরে খবর পেয়ে আমি সর্বপ্রথম ঘটনাস্থলে আসি। রেললাইনের ওপরে খন্ড-বিখন্ড মরদেহগুলো দেখতে পাই। পরবর্তীতে আমি রেলওয়ে পুলিশকে খবর দেই। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |