ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

পাথরঘাটায় সুপেয় পানির দাবিতে মানববন্ধন

পাথরঘাটা প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১১:২১ পিএম


loading/img
ছবি: আরটিভি

বরগুনার পাথরঘাটায় পানি সংকট নিরসনে ও সুপেয় পানির দাবিতে খালি কলসি হাতে নিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার উত্তর কাঠালতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কয়েক শতাধিক মানুষ সুপেয় পানির দাবিতে এ মানববন্ধন করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, এই এলাকায় বিগত ৪০ বছর ধরে পাঁচ শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির তীব্র সংকট। নিরাপদ পানির জন্য বিভিন্ন জায়গায় সরকারি পুকুর থাকলেও আমাদের এলাকায় নেই সেরকম কোন ব্যবস্থা। তাদের একমাত্র সুপেয় পানির উৎস বৃষ্টির পানি কিন্তু তা সারাবছরের জন্য ধরে রাখার ব্যবস্থা না থাকায় স্বাস্থ্যঝুঁকি থাকতেও বছরের বেশিরভাগ সময় বাড়ির পুকুর কিংবা খালের অনিরাপদ পানি পান করতে হয়।

বিজ্ঞাপন

এতে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে শিশু নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই এলাকায় গভীর নলকূপ বা টিউবওয়েল স্থাপন করলেও লবণাক্ততার কারণে কিছু দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। তাই এলাকাবাসীর দাবি প্রতি ঘরে বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক ব্যবস্থা করার দাবি করেন এলাকাবাসী।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, পানি সমস্যার সমাধান নিরসনে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হবে। এছাড়া এলাকায় যে সকল ট্যাংক বরাদ্দ আছে দ্রুত সময় মধ্যে সেগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে ৫০০ পরিবারের জন্য আলাদা বরাদ্দ হলে সবার জন্য ট্যাংক ব্যবস্থা করার সম্ভব হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |