নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ 

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ০৫:০৫ এএম


নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানা আজগরকে (৫০) কুপিয়ে হত্যা করেছে বখাটেরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহত আজগর মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জয়মন্টপ ইউনিয়নের রায়পুর গ্রামে বসবাস করতেন। তিনি পেশায় একজন মুদি দোকানদার ছিলেন।

বিজ্ঞাপন

‎এ ব্যাপারে নিহতের শ্যালক নজরুল জানান, আজগরের নাতনিকে আলামিন নামে স্থানীয় এক বখাটে রাস্তায় যাতায়াতের ইভটিজিং করতো। সে কারণে গতকাল (সোমবার) দুপুরে আজগর সিংগাইর থানায় একটি অভিযোগ দিয়ে আসেন। পরে রাতে পুলিশ এসে আলামিনের খোঁজ-খবর করে যায়। 

এদিকে, পুলিশ আসার খবর পেয়ে আজ সন্ধ্যায় কয়েকজন সন্ত্রাসী নিয়ে আজগরকে কুপিয়ে রক্তাক্ত করে আলামিন। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে জরুরিভাবে ঢাকা প্রেরণ করে। তবে আজগরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব আল মেহেদী শুভ বলেন, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

‎এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, আজগর নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার খবরে সাভার মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিংগাইর থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission