বিমানে করে মিয়ানমারে ফিরবেন পালিয়ে আসা ৩৪ সেনা-বিজিপি সদস্য

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৭ মে ২০২৫ , ০২:১১ পিএম


বিমানে করে মিয়ানমারে ফিরবেন পালিয়ে আসা ৩৪ সেনা-বিজিপি সদস্য
ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৩৪ জন সদস্যকে ফেরত পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহেদুল আলম।

বিজিবি সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তার মধ্যে তাদের আনা হয়। তাদের মিয়ানমার থেকে আসা একটি উড়োজাহাজে ফেরত পাঠানো হবে। কক্সবাজার বিমানবন্দরে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মোর্তজা হোসেন বলেন, মিয়ানমারের একটি উড়োজাহাজ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছে। এটির মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ৩৪ বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হচ্ছে।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহেদুল আলম  বলেন, বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের ৩৪ জনকে ফেরত পাঠানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়া গেছে। নির্দেশনা অনুযায়ী ৩৪ জনকে ফেরত পাঠানোর প্রশাসনিক কাজ সম্পাদন করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ৯ জুন কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে ১৩৪ বিজিপি ও সেনাসদস্যকে মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজে করে ফেরত পাঠানো হয়। গত বছরের ২৫ এপ্রিল সমুদ্র পথে ফেরত পাঠানো হয় ২৮৮ জনকে। ১৫ ফেব্রুয়ারি প্রথম দফায় ফেরত পাঠানো হয় ৩৩০ জন বিজিপি ও সেনাসদস্যকে। তিন দফায় ফেরত পাঠানো ৭৫২ জনের সবাই রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে নিয়োজিত ছিলেন। 

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission