কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০১:৫৫ পিএম


কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  
ছবি: আরটিভি

তারেক রহমান প্রদত্ত ৩১ দফার ২৫ নম্বর দফা- চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়িয়া তোলা এই দফার প্রচারণা হিসেবে চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের জন্য খাতা-কলম, শিক্ষকদের জন্য ডায়েরি ও কলম এবং একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১২ মে) দিনব্যাপী কচুয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ সব শিক্ষা সামগ্রী বিতরণ এবং দৃষ্টিনন্দন বিদেশী ফুলগাছ রোপণ করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। তিনি কুয়াশার পালাখাল উচ্চ বিদ্যালয়ে ৭০০ শিক্ষার্থীর জন্য খাতা-কলম ও ৩০ জন শিক্ষকের জন্য নোটপ্যাড ও কলম উপহার দেন। 

এ সময় তিনি বলেন, তারেক রহমান বলেছেন, জনগণের পাশে দাঁড়ান, জনগণের জন্য কাজ করুন; জনগণের মন জয় করুন। নেতার আদেশ পালন করতে আজ আমি স্কুলে স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষ রোপণ কার্যক্রম হাতে নিয়েছি। আজকের ছোট্ট বন্ধুরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক, সুতরাং তাদের শিক্ষার ব্যাপারে যত্নশীল হওয়া আমাদের জরুরী প্রয়োজন। আমি কচুয়াবাসীর কাছে থেকে পাশে থেকে আজীবন কাজ করতে চাই।

বিজ্ঞাপন

পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, আজকে দীর্ঘ বছরের শিক্ষকতায় কাউকে দেখলাম না এত সুন্দর শিক্ষা উপকরণ নিয়ে স্কুলে হাজির হয়েছে। উনি শিক্ষিত মানুষ; শিক্ষার প্রতি উৎকর্ষতা আমাদের মুগ্ধ করেছে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহায়তা প্রদান এবং কচুয়ার প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission