আরও ২ মামলায় গ্রেপ্তার দেখানো হলো আইভীকে

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ১৭ মে ২০২৫ , ০৭:০৭ পিএম


আরও ২ মামলায় গ্রেপ্তার দেখানো হলো আইভীকে
ফাইল ছবি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তারের পর আরও দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছে আদালত। 

বিজ্ঞাপন

শনিবার (১৭ মে) দুপুরে রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম চৌধুরীর আদালত এই আদেশ দেন। আদালতের শুনানিতে আইভী গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। 

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, সিদ্ধিরগঞ্জ থানার আরও দুটি মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্টের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। পর্যায়ক্রমে অন্যান্য সবগুলো মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর পর তার পক্ষের আইনজীবীরা আইনি পদক্ষেপ নিতে পারবেন।

বিজ্ঞাপন

জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গত ৯ মে শহরের দেওভোগ এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর আদালতের নির্দেশে আইভীকে ওইদিনই গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়। পরে আইভীর জামিনের জন্য গত ১২ মে নারায়ণগঞ্জের একটি আদালতে আবেদন করা হলে আদালত সেই আবেদন না মঞ্জুর করেন। আইডির বিরুদ্ধে হত্যা এবং হত্যা চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় পাঁচটি মামলা রয়েছে।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission