ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

রোববার, ০১ জুন ২০২৫ , ০৮:৫৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় আহত হয়েছেন তার ১০ বছর বয়সী ছেলে ও পাশের আরেক নারী। 

বিজ্ঞাপন

রোববার (১ জুন) বিকেলে বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সূর্য রানী সরকার (৩২)। তিনি সাইংজুরী গ্রামের বাসিন্দা এবং যোগেশ সরকারের স্ত্রী। আহতদের মধ্যে রয়েছেন তার ছেলে বাঁধন (১০) ও প্রতিবেশী মায়া রানী সরকার (৪০)। আহতদের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সূর্য রানী তার ছেলেকে সঙ্গে নিয়ে মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রসহ ঝড় ওঠে। সেই সময় বজ্রপাতের শিকার হন তারা।

পরে এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সূর্য রানীকে মৃত ঘোষণা করেন।

বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওয়াল খান ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |