ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

বাইরে মুষলধারে বৃষ্টি, রেল স্টেশনেই প্রসব

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ , ০৮:৪৬ পিএম


loading/img
পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল নবজাতক ও নারীকে উদ্ধার করে।

মুষলধারে যখন বৃষ্টি হচ্ছে তখন এক নারী যশোরের কোতোয়ালী থানার রূপদিয়া রেলস্টেশনে কাতরাচ্ছে প্রসব যন্ত্রণায়। ক্রমেই তা মাত্রা ছাড়াচ্ছে। অবস্থা বেগতিক দেখ স্টেশন মাস্টার বাবুল আক্তার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে কল করেন। কল পেয়েই যখন তারা নারীকে উদ্ধারে ব্যস্ত, এরই মধ্যে নবজাতক পৃথিবীতে পা রাখেন। অবস্থা আরও অবনতি হতে থাকে।

বিজ্ঞাপন

তবে খারাপ কিছু ঘটার আগেই পৌঁছে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) আনোয়ার সাত্তার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোরের কোতোয়ালী থানার রূপদিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার বাবুল আক্তার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, স্টেশনের প্লাটফর্মে একজন নারী সন্তান প্রসব করেছে, তখন সেখানে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। মা এবং সন্তানের জীবন বাঁচাতে কলার দ্রুত একটি অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য ৯৯৯-এর কাছে অনুরোধ জানান।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. দ্বীন ইসলাম।

কনস্টেবল দ্বীন তাৎক্ষণিকভাবে যশোর কোতোয়ালি থানায় এবং ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স রেলস্টেশন হাজির হয়।

বিজ্ঞাপন

প্রসূতি ও নবজাতক ছেলে সন্তানকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে যশোর জেলা হাসপাতালের লেবার ওয়ার্ড-২ এ ভর্তি করানো হয়। 

বিজ্ঞাপন

জানা যায়, প্রসূতির বয়স আনুমানিক ২৫ এবং তিনি মানসিকভাবে অসুস্থ। মা এবং নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

আরটিভি/এএইচ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |