একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে: হাসনাত

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৯ জুন ২০২৫ , ০২:৫৬ পিএম


একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে: হাসনাত
ফাইল ছবি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা রাজনীতি করেন তাদের সবার দায়িত্ব রয়েছে। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক দলের দায় রয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (৮ জুন) রাতে কুমিল্লার দেবিদ্বারে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি। যেমনটা দেশের মানুষ আকাঙ্ক্ষা করছে। যেকোনো মূল্যে দেশের জনগণের প্রত্যাশা পূরণে অভীষ্ট লক্ষ্যে আমাদেরকে পৌঁছাতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, মানুষের মধ্যে একটি স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা তৈরি হয়েছে। সারা বাংলাদেশের গ্রাম-গঞ্জে আমরা যেখানেই যাই অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যেন একটি সঠিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হয়। সেটির জন্য সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। 

এর আগে তিনি দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের আয়োজনে সামাজিক সংগঠন ‘ইনসাফ’র আত্মপ্রকাশ উপলক্ষে মেজবান অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘোষিত ‘এপ্রিলের প্রথমার্ধে’ সাধারণ নির্বাচনের দিনক্ষণকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। তবে এর পূর্বে জুলাই সনদ কার্যকর ও ঘোষণাপত্র দেওয়ার কথা সেটা অবশ্যই দিতে হবে। নির্বাচন হওয়ার পূর্বে অবশ্যই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এনসিপি বর্তমানে সাংগঠনিক বিস্তারের দিকে মনোযোগ দিচ্ছে। আমরা সারাদেশে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে সাংগঠনিক বিস্তার সৃষ্টি করা। আমাদের সংগঠনের রেজিস্ট্রেশনের কিছু বিষয় রয়েছে, আমরা এ মাসের মধ্যেই এসব সম্পন্ন করতে চাই। এনসিপি বাংলাদেশের গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission