ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

জয়পুরহাটে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, চালক নিহত

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৬ জুন ২০২৫ , ০৫:৩৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জয়পুরহাট সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন।  রোববার রাত ১২টায় জয়পুরহাট-বদলগাছী সড়কের সদর উপজেলার খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ ৫ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (১৬ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ওসি (তদন্ত) মো. নাজমুল কাদের।

নিহত ব্যক্তির নাম ইদ্রিস আলী (৪০)। তিনি একজন অটোরিকশাচালক ও জয়পুরহাট জেলা শহরের আদর্শপাড়া মহল্লার একরাম আলীর ছেলে।

বিজ্ঞাপন

আহতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার ভাদসা গোপালপুর গ্রামের বাসিন্দা মাসুদ রানা (৫০), জলিলপাড়া এলাকার বাসিন্দা শামীম হোসেন (৫০), শামীম হোসেনের স্ত্রী মিনু খাতুন (৪০), একই গ্রামের হাসান আলীর স্ত্রী নাজনীন আক্তার (২০) ও নাজনীনের দুই বছরের মেয়ে নিহা আক্তার। 

স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে কিছু আগে জয়পুরহাট শহর থেকে অটোরিকশাচালক ইদ্রিস আলী ৫ যাত্রী নিয়ে ভাদসার দূর্গাদহ বাজারে যাচ্ছিলেন। অটোটি খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতালের সামনে এলাকা পার হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ম্যাসি ট্রাক্টরের ধাক্কা লাগে। এতে ট্রাক্টরটি উল্টে যায়। এরপর ট্রাকটি ওই অটোকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোচালক ইদ্রিস আলী নিহত হন। অটোতে থাকা ৫ জন যাত্রী আহত হন। 

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে গুরুতর আহত মাসুদ রানা ও মিনু খাতুনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জয়পুরহাট থানার ওসি (তদন্ত) মো. নাজমুল কাদের বলেন, ট্রাকটি ম্যাসি ট্রাক্টরকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোতে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজন মারা যান। তাৎক্ষণিক আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আহতদের মধ্যে গুরুতর দুজনকে বগুড়া হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর গাড়িগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাক্টরের চালক ও ট্রাকের চালক-সহকারীকে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর তারা সেখান থেকে পালিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |