চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে ২০ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন নারী ও ১০ জন শিশু রয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৮ জুন) ভোর পৌনে ৫টার দিকে মুষলধারে বৃষ্টির সময় সীমান্ত এলাকা থেকে তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় বিজিবি।
বিজিবি জানিয়েছে, পুশইনকৃত সকলের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
বিজ্ঞাপন
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, বিজিবির হেফাজতে থাকা সকলের নাগরিকত্ব যাচাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে জোর প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।
আরটিভি/এমকে