সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে ধরা, অতঃপর...

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ১৮ জুন ২০২৫ , ০২:০৪ পিএম


সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে ধরা, অতঃপর...
ছবি: সংগৃহীত

নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় টিকটক ভিডিও ধারণ ও সেলফি তোলার সময় বাংলাদেশি দুই শিক্ষার্থীকে আটক করেছে বিএসএফ। সোমবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনে বিজিবি। পরে তাদের সাপাহার থানায় হস্তান্তর করা হয়। তাদের বিজিবির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠায় পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সাপাহার থানার ওসি আব্দুল আজিজ।

ওই দুই শিক্ষার্থী হলেন- নওগাঁর বদলগাছি উপজেলার ধুলাপারা গ্রামের মোহাম্মাদ মিনহাজুল ইসলাম (২৩)। তিনি নওগাঁ সরকারি কলেজের ছাত্র। অপরজন একই উপজেলার পাতকোলা গ্রামের মোহাম্মাদ তামিম আহমেদ সৌরভ (২৩)। তিনি সাপাহার সরকারি ডিগ্রি কলেজের ছাত্র বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই দুই বন্ধু সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৬ পিলার এলাকায় গিয়ে টিকটক ভিডিও ধারণ করেন। এ সময় বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। খবর পেয়ে বিজিবির বামনপাড়া বিওপির নায়েক সুবেদার আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনস্থলে যান। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে বিজিবি আটককৃত ওই দুই ছাত্রকে ফেরত এনে রাত সাড়ে ৯টায় সাপাহার থানায় সোপর্দ করে।

এ বিষয়ে সাপাহার থানার ওসি আব্দুল আজিজ বলেন, বিজিবির অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে নওগাঁ কোর্টে পাঠানো হয়।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission