ডাকাতের হামলায় সিএনজি চালকের মৃত্যু, পিটুনিতে নিহত ডাকাত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০২:০৫ পিএম


ডাকাতের হামলায় সিএনজি চালকের মৃত্যু, পিটুনিতে নিহত ডাকাত
ছবি: আরটিভি

গাজীপুরের শ্রীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির সময় ডাকাতের দায়ের কোপে সিএনজিচালক এবং গ্রামবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় এলাকাবাসী চার ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত ১টায় এমসি বাজার-বরমী সড়কের সাতখামাইর এলাকার গজারি বনের ভেতর ডাকাতির ঘটন ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সিএনজিচালক আবুল কালাম (৪০) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। নিহত ডাকাত আরিফ হোসেনের (৩০) বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনায় সিএনজি যাত্রী শফিকুল ইসলাম বাদী হয়ে রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। খবর পেয়ে সকালে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একটি টিম ঘটনাস্থল পরিদর্শন এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত সিএনজি চালকের স্বজনদের সাথে কথা বলেন।

বিজ্ঞাপন

আটককৃত ডাকাত সদস্যরা হলেন- শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা (কাইচ্চামোড়) গ্রামের হাবিবুর রহমানের ছেলে শাকিল (২৫), শাহিনের ছেলে রিপন মিয়া (১৯), শাজাহানের ছেলে তাহসিন মিয়া (১৮), গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের রমজান আলীর ছেলে আবুল কালাম (২৭)। এসময় তাদের আরও ৭জন সহযোগী ডাকাত দৌড়ে পালিয়ে যায়।

সিএনজি যাত্রী শফিকুল ইসলাম (৩৬) থানায় দেওয়া লিখিত এজাহারে উল্লেখ করেন, তিনিসহ তার তিন সহযোগী এমসি বাজার থেকে সিএনজি ভাড়া নিয়ে বরমী যাচ্ছিল স-মিলের কাঠের ভুষি আনার জন্য। রাত ১টার দিকে এমসি বাজার-বরমী সড়কের সাতখামাইর এলাকার গজারি বনের ভিতর দিয়ে যাওয়ার সময় সড়কে গাছ পড়ে থাকতে দেখে তাদের সিএনজি থামায়। 

আরও পড়ুন

এ সময় পাশে থাকা ডাকাতেরা তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ভয় দেখিয়ে তাদের প্রত্যেকের সাথে থাকা নগদ টাকা এবং মুঠোফোন লুটে নেয়। ডাকাতেরা সড়কে চলাচলকারী অন্যান্য গাড়ি থামিয়ে যাত্রীদেরকেও একই কায়দায় জিম্মি করে তাদের সঙ্গে থাকা মালামাল লুটে নিচ্ছিল। এ সময় তাদেরকে বাধা দেওয়ায় ডাকাতের দায়ের এলোপাতাড়ি কোপে সিএনজিচালক আবুল কালাম গুরুতর আহত হয়। তাদের চিৎকার গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছে ডাকাত আরিফ হোসেনকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে গ্রামবাসী আহত ডাকাত আরিফ হোসেনসহ তার চার সহযোগীকে পুলিশের কাছে সোপর্দ করে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শারমিন সুলতানা বলেন, পুলিশ একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে এবং সিএনজিচালক আবুল কালামকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসে। গুরুতর আহত আবুল কালামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে তার স্বজনেরা ঢাকা নেওয়ার পথে শ্রীপুর পৌরসভার মাষ্টারবাড়ী এলাকায় তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গুরুতর আহত সিএনজিচালক আবুল কালাম এবং জখমপ্রাপ্ত ডাকাত আরিফ হোসেনকে পুলিশ হেফাজতে নিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আহত ডাকাতকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission