জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও দলটির মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ভারতের কোনো প্রভাব চাই না। ভারতীয় প্রভাবমুক্ত একটা শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন চাই। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার প্রধান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লন্ডনের বৈঠক প্রসঙ্গ নিয়ে তিনি বলেন বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মাঝে যে সংঘাতের আশঙ্কা করা হয়েছিল সেখান থেকে আমরা দেশ ও জাতী বের হয়ে আসতে পেরেছি। তবে বাংলাদেশের প্রস্তাবিত জাতীয় নির্বাচনের তারিখ দেশের বাইরে থেকে ঘোষণা করা সরকার এবং একটি দলের যৌথ বিবৃতি আমাদের অবাক করেছে। এই ধরনের রাজনৈতিক, কূটনৈতিক, প্রশাসনিক সংস্কৃতি অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করেছে।
শুক্রবার (২০ জুন) বিকেলে পঞ্চগড়ের বকুলতলা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে লিখিত বক্তব্যে এসব কথা বলেন। এ সময় পঞ্চগড় জেলায় সীমান্তে হত্যার নিন্দা প্রতিবাদ জানান তিনি।
সম্প্রতি ভারতের পুশইন বিষয়ে সাংবাদিকদের বলেন, বিগত কিছুদিনের পুশইন আমাদের জন্য আশংকাজনক। দিল্লীর সেবাদাস শেখ হাসিনার গদি হারিয়ে এবং বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে না পেরে হিন্দুস্থান পুশইনের আশ্রয় নিয়েছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পুশইনের মাধ্যমে ভারতীয় বিএসএফ বাংলাদেশী এবং রোহিঙ্গাদের পাশাপাশি ভারতীয় সন্ত্রাসীদের বাংলাদেশে প্রবেশ করাচ্ছে বলে আমরা আশঙ্কা করছি। এজন্য অন্তর্বর্তী সরকার এবং বিজিবিকে ভূমিকা রাখার আহ্বান জানান রাশেদ প্রধান।
জাতীয় নির্বাচন বিষয়ে স্পষ্ট ভাষায় তিনি ব্যক্ত করেন নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কার করতে হবে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করতে হবে, দল হিসেবে সন্ত্রাসী অশুভ শক্তি আওয়ামীলীগের বিচার হতে হবে। সর্বোপরি ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদকে রুখে দিতে হবে। তা না হলে আমরা আগের মতই পাতানো নির্বাচনের দেখা পাবো। বিগত তিনটি জাতীয় নির্বাচনের ফলাফল ভারত থেকে পূর্ব নির্ধারিত ছিল বলেও মন্তব্য করেন রাশেদ প্রধান। নির্বাচনকে উৎসবমুখর করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার আহ্বান জানান তিনি।
এ সময় নির্বাচনে প্রস্তুতির বিষয়ে রাশেদ প্রধান সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ প্রধান জানান, আগামী সংসদ নির্বাচনের জন্য দুটি আসনে প্রার্থী সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করছি। পঞ্চগড়-১ আসনে দলটির কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান এবং পঞ্চগড়-২ আসনে দলের কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান জুই সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
রাশেদ প্রধান জানান, তিনি জোটগত ভাবে ১২ দলীয় জোট থেকে নির্বাচন করতে চায়। তবে যদি জোটগতভাবে না হয় তাহলে ১৪ থেকে ২০ টি আসনে নির্বাচনের জন্য কাজ করছে দলটি।
এ সময় মতবিনিময় সভায় জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব, সহসভাপতি শামছুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুব জাগপার সভাপতি কামরুজ্জামান কুয়েত, জাগপা ছাত্রলীগের পঞ্চগড়ের সভাপতি শাহাদাৎ হোসেন সেলিম, পঞ্চগড় প্রেসক্লাবের আহ্বায়ক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সরকার হায়দার, প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভির স্টাফ রিপোর্টার সাজ্জাদুর রহমান, সিনিয়র সাংবাদিক আমার দেশের প্রতিনিধি সহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিল।
এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে বক্তব্য দিয়ে মতামত দেন। তিনি সকলের মতামত শুনে আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হলে উত্তরের এই সীমান্তবর্তী জেলায় ভারতীয় আগ্রাসনের কারণে নিরাপত্তা সমস্যা দূর করার আশ্বাস দেন।
আরটিভি/এএএ