ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ধাক্কা দিলেই বিএনপি ভেঙে পড়বে, এটি ভাবার কোনো কারণ নেই: ডা. জাহিদ

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ০৭:২৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ধাক্কা দিলেই বিএনপি ভেঙে পড়বে, এটি ভাবার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) দুপুরে প্রায় ১৯ বছর পর অনুষ্ঠিত মৌলভীবাজার সদর উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, আজকে অনেকে অনেক ধরনের কথা বলেন। সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিএনপির ঠিকানা বাংলাদেশের ১৮ কোটি মানুষের মাঝে বিস্তৃত। বিএনপিকে একটু ধাক্কা দিলে হেলে পড়বে এটি ভাবার কোনো কারণ নেই। পলায়নকৃত স্বৈরাচার সরকার শত গুম, হত্যা, লাখ লাখ মামলা ও আসামি করে ১৭ বছরেও বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, মনে রাখতে হবে স্বৈরাচারের দোসররা আমাদের বাড়ির আশেপাশে আছে। আমাদের শহরে আছে, গ্রামে-গঞ্জে আছে। তাদের কাছে লুণ্ঠিত অনেক অর্থ আছে। আপনাকে অথবা দলের নেতাকর্মীদের বিভ্রান্ত করতে পারে তারা। বাঁচার জন্য বিভিন্ন ধরনের কুৎসা রটনা বিভিন্ন ধরনের কর্ম কৌশল করতে পারে। সেই ষড়যন্ত্রে আমরা যাতে পা না দেই।

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলনের প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। বিশেষ অতিথি ছিলেন সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, নির্বাহী কমিটির সদস্য নাসের রহমান, বিএনপির স্থায়ি কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), জেলা আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও আব্দুর রহিম রিপন।

সম্মেলনের পর কাউন্সিলিং অধিবেশন চলে বিকেল ৪টা পর্যন্ত। এতে‌ ১২ ইউনিয়নের ৯২৩ জন ভোটার গোপন ব্যালটে ৫টি পদে ভোট প্রদান করেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |