ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারাল ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ 

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০৬:১০ পিএম


loading/img
ছবি: আরটিভি

চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় প্রদীপ কুমার দে (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুন) সকালে বারইয়ারহাট পৌর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত প্রদীপ কুমার দে বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকার বাসিন্দা। 

বিজ্ঞাপন

জানা যায়, সকালে চট্টগ্রাম শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মহাসড়ক পার হতে গেলে দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় দ্রুত গতির একটি গাড়ি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বারইয়ারহাট পৌরবাজারের রিয়া ‘টি স্টোর’ নামে তার একটি দোকান রয়েছে। 

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই কামাল উদ্দিন বলেন, সকালে বারইয়ারহাট এলাকায় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রদীপ কুমার দে ঘটনাস্থলেই প্রাণ হারান। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |