প্রথম জাতীয় গম্ভীরা উৎসব শুরু হচ্ছে কয়েক ঘণ্টা বাদে।
বিকেলে উদ্বোধনের মধ্যদিয়ে দু’দিনের এ উৎসবে মাতবে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার বকুলতলা।
জাতীয়ভাবে লোকসংস্কৃতির আকর্ষণীয় অনুষঙ্গ নানা-নাতির গম্ভীরা উৎসবে শামিল হচ্ছেন এ গানের অনুরাগীরা। জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক-সামাজিক সংস্থা ‘দিয়াড়’র আয়োজনে অনুষ্ঠান চলবে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত।
বাংলাদেশের লোকসঙ্গীতের অন্যতম ধারা গম্ভীরা। মূলত এদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা ও ভারতের মালদা অঞ্চলে গম্ভীরার উৎস এবং প্রসার। চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গম্ভীরার মুখ্য চরিত্রে নানা-নাতি সব এলাকা ও বয়সী মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়।
প্রথমদিনের আয়োজন মাতাবেন মাহবুব-মানী’র চাঁপাই গম্ভীরা দল, রাজ্জাক-হিরক’র নবাব গম্ভীরা দল, শিশুশিল্পী অয়ন-মীম’র মহানন্দা শিশু গম্ভীরা দল, খাবির-সাইদুরের লোক গম্ভীরা দল এবং সিরাজুল-হাসেম’র সূর্যদিগন্ত গম্ভীরা দল।
এবারের উৎসবে অংশ নিচ্ছে নারী-শিশুসহ মোট ১০টি গম্ভীরা দল। শুক্রবার উৎসবের উদ্বোধন করছেন প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। আর ৩ ডিসেম্বর দ্বিতীয় দিনে উৎসবের প্রধান অতিথি থাকছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এইচএম/এসজেড