• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

খট খট শব্দে এখন মুখরিত সিরাজগঞ্জের তাঁত পল্লী

সুকান্ত সেন, সিরাজগঞ্জ

  ২৬ মে ২০১৯, ১৫:২১

ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের তাঁত পল্লীগুলোতে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত বাহারি শাড়ি তৈরি করছেন কারিগররা। স্থানীয় চাহিদা মিটিয়েও এসব শাড়ি যাচ্ছে, দেশের বিভিন্ন স্থানে। তবে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন, তাঁত মালিকরা।

তাঁত সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত সিরাজগঞ্জ। বিশেষ করে শাহজাদপুর ও বেলকুচি উপজেলার শাড়ি ও লুঙ্গির সুনাম দীর্ঘদিনের। প্রতিবারের মতো এবারো ঈদ সামনে রেখে খট খট শব্দে মুখর তাঁত পল্লীগুলো।

ভোর থেকে মধ্যরাত পর্যন্ত কারখানায় ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। কাজের চাপ বাড়লেও, সঙ্গে আয় বাড়ায়, তাতে যেন ধুয়ে-মুছে যাচ্ছে সব ক্লান্তি।

এবারের নতুন আকর্ষণ জলছাপ, সিল্ক, কাতান, জামদানিসহ নানা ধরণের শাড়ি। কারখানায় ধুমসে কাজ চললেও, মাঝে মধ্যেই বাগড়া দিচ্ছে বিদ্যুতের লোডশেডিং।

উৎপাদন স্বাভাবিক রাখতে বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানের দাবি, তাঁত শিল্পে জড়িতদের।

বছরের বড় একটা সময় ব্যবসায় মন্দা থাকলেও ঈদ উপলক্ষে, আশার আলো দেখছেন সিরাজগঞ্জের কয়েক লাখ তাঁত কারিগর।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়