• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল সংবাদদাতা, আরটিভি অনলাইন

  ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৫
ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাসে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

অবরোধকারী বলেন, গত এক বছরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ নিহত হয়েছেন। সর্বশেষ গত মঙ্গলবার আব্দুল লতিফ ওরফে লাল মিয়া নামের এক স্কুলশিক্ষক নিহত হন। আর কোনও মানুষের প্রাণ হারাতে না হয় এজন্য এই মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় দ্রুত সময়ের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের জোর দাবি জানান তারা।

খবর পেয়ে বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

অবরোধ চলাকালে বক্তব্য রাখেন সরকারি সা’দত কলেজের সাবেক ভিপি মনিরুল ইসলাম মিন্টু, সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান রুবেল, শহীদুর রহমান, রাজিয়া বেগম প্রমুখ।
মানববন্ধনে স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীসহ কয়েকটি এলাকার সাধারণ মানুষ অংশ নেয়। ফলে করাতিপাড়া বাইপাস থেকে তারটিয়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

এসএস

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসচাপায় ববি শিক্ষার্থীর মৃত্যু, ফের মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, শ্রমিক বিক্ষোভে দীর্ঘ যানজট
টঙ্গীতে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের আন্দোলন 
দাবি আদায়ে মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ