আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে মহাসড়ক অবরোধ

ইবি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ মে ২০২৫ , ০৬:৫৭ পিএম


আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে মহাসড়ক অবরোধ
ছবি: আরটিভি

ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷

বিজ্ঞাপন

শুক্রবার (৯ মে) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে সমবেত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং ফ্যাসিবাদবিরোধী অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে গিয়ে মহাসড়ক অবরোধ করে তারা।

এ সময় শিক্ষার্থীরা একশান একশান, ডাইরেক্ট একশান; খুনি লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান; চব্বিশের একশান, ডাইরেক্ট একশান; আবু সাঈদের বাংলায়, আওয়ামী লীগের ঠাই নাই; ব্যান ব্যান, আওয়ামী লীগ; আওয়ামী লীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; ক্ষমতা না জনতা, জনতা জনতা; ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর; গোলামী না আজাদী, আজাদী আজাদী; সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

সহসমন্বয়ক নাহিদ হাসান বলেন, ছাত্রলীগ গত ১৬ বছর ধরে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে প্রায় দুই হাজার ভাইকে শহীদ করেছে। এমন কোন নিকৃষ্ট কাজ নাই যা ছাত্রলীগ করে নাই। আমরা যখন ছাত্রলীগ নিষিদ্ধর দাবি জানালে নিষিদ্ধ করা হয় কিন্তু ছাত্রলীগের বিচারের ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া হয় নাই৷ আমাদের দেশের সরকার যতক্ষণ পর্যন্ত তাদের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে। যদি আব্দুল হামিদের মতো লোক পালিয়ে যায়, আর সরকারের কেও তাদের সাহায্য করে তাহলে আমাদের জুলাই বিপ্লব হাতছাড়া হতে বেশি সময় লাগবে না৷ আমরা চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে।

ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, আজকে প্রায় ৯ মাস পেরিয়ে গেলেও আমাদের যে ম্যান্ডেট ছিল খুনি হাসিনা ও আওয়ামী লীগের বিচার, কিন্তু ইন্টেরিম এখনো তা এখনো নিশ্চিত করতে পারেনি। অনেকেই বলে যে ইন্টেরিমের বৈধতা কি, আমি তাদের বলতে চাই এই ইন্টেরিমের বৈধতা হচ্ছে আমার ১৬শ শহীদ ভাইয়ের রক্ত৷ আমরা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে পারিনি এটা বিপ্লবীদের ব্যর্থতা। কিন্তু বিপ্লবীরা এখনো রাজপথ ছাড়েনি। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আওয়ামী লীগকে দ্রুততম সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার করতে না পারলে জুলাই শহীদদের প্রতি আমাদের দায়িত্ব থেকে কখনো রেহাই পাব না।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission