চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবি বিএনপি প্রার্থীর
জনগণকে কেন্দ্রমুখী করার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন ২৯ মার্চের পরিবর্তে ৩১ মার্চ করার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
সোমবার সকালে চট্টগ্রাম মহানগর বিএনপি দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনের সড়কে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
বিদ্যুৎ ও ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রঘোষিত মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ডা. শাহাদাত হোসেন বলেন, সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশর সব জায়গা থেকে লোকজন এসে সন্ত্রাসী কার্যকলাপ করতে পারে। কাজেই জাতীয় পরিচয়পত্র দেখে ভোট কেন্দ্রে ভোটারদের প্রবেশ করানোর দাবি করেন তিনি। তাহলেই উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট কেন্দ্রে আসবে। এ সময় তিনি, পর্যটন শিল্পের মাধ্যমে চট্টগ্রামকে ঢেলে সাজানোর জন্য আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান।
এ সময় প্রতিটি বুথে একজন করে সেনাবাহিনীর সদস্য দেয়ারও দাবি জানান।
জেবি
মন্তব্য করুন