ঢাকাFriday, 16 May 2025, 2 Jyoishţho 1432

বরিশালে সাংবাদিককে মারধরের অভিযোগে তিন পুলিশ ক্লোজড

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

রোববার, ২৯ মার্চ ২০২০ , ০৬:১৫ পিএম


loading/img
ভুক্তভোগী দুই সাংবাদিক। ছবি: সংগৃহীত

বরিশালে স্থানীয় দুই ফটো সাংবাদিককে মারধরের অভিযোগে তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ রোববার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির তিন সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তারা হলেন, বন্দর থানার নায়েক মহসিন, কনস্টেবল কাওসার ও জাহিদুল।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জানা যায়, গত শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে ইউএনও-এর সামনেই স্থানীয় দুই ফটো সাংবাদিককে মারধর করে পুলিশ। মারধরের শিকার দুই সাংবাদিক হলেন, বরিশালের স্থানীয় আঞ্চলিক পত্রিকা দৈনিক দেশজনপদ পত্রিকার ফটো সাংবাদিক মো. সাফিন আহমেদ রাতুল ও দৈনিক দখিনের মুখ পত্রিকার ফটো সাংবাদিক মো. নাছির উদ্দিন।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |