আজ রোববার (৩ মে) ভোর থেকে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয় হালকা বৃষ্টি, যা মুষলধারে রূপ নেয় সকাল ৯টার পর। ঘণ্টাব্যাপী ভারি বর্ষণের পর আবার থেমে যায়। এসময় জমে থাকা পানিতে নগরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা।
বিজ্ঞাপন
চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ শেখ ফরিদ আহাম্মেদ জানান, রোববার সকাল থেকে চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। কখনো থেমে থেমে আবার কখনো মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত চট্টগ্রামে ৪ ঘণ্টায় ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই থেমে থেমে বৃষ্টিপাত আরও দুইদিন অব্যাহত থাকতে পারে।
এসএস