নেত্রকোনায় নৌকাডুবিতে নিখোঁজ ২

নেত্রকোনা প্রতিনিধি

মঙ্গলবার, ২৬ মে ২০২০ , ০৮:৩৬ পিএম


Missing in boat sinking in Netrokona 2
নেত্রকোনায় নৌকাডুবিতে নিখোঁজ ২

নেত্রকোনার খালিয়াজুরীতে ইঞ্জিনচালিত নৌকাডুবিতে ২ জন নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লেপসিয়া এলাকার হারাকান্দিতে এই নৌকাডুবির ঘটনা ঘটে হবলে জানিয়েছে পুলিশ।

নিখোঁজ দুইজন হচ্ছেন- মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের মহব্বতনগর গ্রামের সুশীল দাস (৫২) ও একই গ্রামের মনু মিয়ার স্ত্রী শারমীন আক্তার (৩৫)। 

বিজ্ঞাপন

খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক আরটিভি অনলাইনকে জানান, সকালে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকায় করে ৭ জন মোহনগঞ্জের গাগলাজুর থেকে লেপসিয়া আসছিলেন। পথে হারাকান্দি পৌছলে নৌকাটি নদীর পানির তোড়ে ডুবে যায়। এ সময় ৫ জন সাঁতড়ে তীরে উঠতে পারলেও দুইজন নিখোঁজ হন। তাদের উদ্ধারে স্থানীয়দের সহযোগিতায় লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ চেষ্টা করছে। ময়মনসিংহের দমকল বাহিনীর ডুবুরিদের খবর দেয়া হয়েছে। 
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission