• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
সাবেক ভাইস চেয়ারম্যানকে পিটুনি, পুলিশে দিলেন ছাত্র-জনতা
পদ্মায় নিখোঁজ আরেক এএসআইয়ের মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীতে দুর্বৃত্তদের হামলায় নৌকা থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ পুলিশের আরেক এএসআই মুকুলের মরদেহ পাওয়া গেল পাবনার সুজানগরে।  নিখোঁজের ৫২ ঘণ্টা পর বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে হামলার ঘটনাস্থল থেকে ৪৫ কিলোমিটার দূরে পাবনার সুজানগর থানার মোহনপুর এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।  জানা যায়, গত সোমবার ভোররাতে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড়কালোয়া এলাকার পদ্মা নদীতে নৌকায় আসামি ধরতে গেলে অবৈধভাবে ইলিশ শিকারকারী দুর্বৃত্তরা হেলমেট পরে পুলিশের নৌকায় হামলা চালায় এবং তাদের মারধর করে। এ সময় নৌকায় থাকা কুমারখালী থানার এএসআই সদরুল আলম ও মুকুল হোসেন নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস, খুলনা থেকে আসা ডুবুরি দল অভিযান চালিয়ে আসছিল। সোমবার দুপুরে কুষ্টিয়ার শিলাইদহ ঘাট এলাকার পদ্মা নদী থেকে এএসআই সদরুল আলমের মরদেহ উদ্ধার করেন ডুবুরি দল।  এ বিষয়ে কুমারখালী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘সকালে পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশে খবর দেন। তাদের মরদেহ উদ্ধার করে নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। মরদেহ শনাক্ত করেছে মুকুলের পরিবার। কুমারখালীতে এনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ মরদেহ দাফনে পুলিশি প্রক্রিয়ার পাশাপাশি এই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান কুমারখালী থানার ওসি। আরটিভি/এমকে-টি
পদ্মায় নিখোঁজের ৩৫ ঘণ্টা পর এএসআইয়ের মরদেহ উদ্ধার
পদ্মায় ইলিশ রক্ষা অভিযানে হামলা, ২ পুলিশ নিখোঁজ
কুমারখালীতে নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু
দেবরের গোপনাঙ্গ কেটে দিলেন ভাবী
বিশ্বকবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে রবীন্দ্রনাথকে স্মরণ
বিশ্বকবির পদস্পর্শে যে গ্রাম বিশেষ মর্যাদা ও পরিচিতি পেয়েছে, কুষ্টিয়ার সেই শিলাইদহ কুঠিবাড়িতে নানা অনুষ্ঠানমালায় রবীন্দ্রনাথকে স্মরণ করা হচ্ছে। কবির ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুঠিবাড়ির মঞ্চে আলোচনায় সভায় দুদিনের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফ। জেলা প্রশাসক এহতেশাম রেজার সভাপতিত্বে আলোচনায় বিশ্বকবির জীবন ও সাহিত্য কর্ম নিয়ে আলোচনা করেন রবীন্দ্র গবেষক সারোয়ার মুর্শেদ, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ। ১৮৯১ সালে জমিদারি দেখাশোনার জন্য শিলাইদহে আসেন রবীন্দ্রনাথ। পরবর্তীতে ছায়াশিতল পরিবেশে সাহিত্য কর্ম আর জমিদারি পরিচালনার জন্য বার বার কুঠিবাড়িতে ফিরে আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর।  এখানে বসে রচিত নোবেল জয়ী গীতাঞ্জলী ছাড়াও জাতীয় সঙ্গীতসহ অসংখ্য কালজয়ী কাব্য তাকে বিশ্বকবিতে পরিণত করেছে। আলোচনা শেষে বিকেলে সঙ্গীতানুষ্ঠান, নাটক প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভার মধ্য দিয়ে দুদিনের এ অনুষ্ঠানমালা শেষ হবে।
কুষ্টিয়ায় এজেন্ট ব্যাংকে গ্রিল কেটে চুরির ঘটনা খতিয়ে দেখছে পুলিশ
কুষ্টিয়ায় ইসলামী ব্যাংকের এক এজেন্ট অফিসে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অফিসের জানালার গ্রিল কেটে মোট ৫ লাখ ২৭ হাজার ৬৬৮ টাকা চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ। বুধবার (৩ এপ্রিল) সকালে ওই এজেন্ট ব্যাংকিং অফিস খোলার পর বিষয়টি নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।  এজেন্ট ব্যাংক শাখার ইনচার্জ শামসুল আলমের দাবি, চোররা ৫ লাখ ২৭ হাজার ৬৬৮ টাকা, চুরির সময় সিসিটিভি, ডিভাইসসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। টাকা রাখার আলমারির তালা ভেঙে টাকা চুরি করেছে তারা।  কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, রাতের কোনো এক সময়ে গ্রিল কাটার ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি সাজানো কিনা, ব্যাংকের কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। অন্যান্য সিসিটিভির ভিডিও পর্যালোচনা করা হচ্ছে। পুরো বিষয়টি তদন্ত শেষে জানানো হবে। এ ঘটনায় এজেন্ট ব্যাংক শাখার ইনচার্জ শামসুল আলম থানায় অভিযোগ দিয়েছেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
কুষ্টিয়ায় ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি
কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ভল্টের তালা ভেঙে বিপুল পরিমাণ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এ ঘটনা ঘটে।  বুধবার (৩ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ মো. শামসুল আলম। তিনি বলেন, আজ সকাল ৯টার দিকে ব্যাংকে এসে দেখি জানালার গ্রিল কাটা, ভল্টের তালা ভাঙা। ভল্টে রাখা ৫ লাখ ২৭ হাজার ৬৮৬ টাকা নেই। সিসিটিভির ভিডিও ফুটেজও নেই। আলমারি অগোছালো। রাতের কোনো এক সময় ব্যাংকে চুরির এ ঘটনা ঘটেছে। আমি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। এ দিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ইসলামী ব্যাংকের এই এজেন্ট শাখার একটি জানালার গ্রিল কাটা। ভল্টের তালা ভাঙা, সিসিটিভি ক্যামেরা নেই। অগোছালো আলমারি। উৎসুক জনতার ভিড়ও ছিল চোখে পড়ার মতো।  এ বিষয়ে কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম বলেন, চুরির ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত চলছে। এখনও লিখিত অভিযোগ করা হয়নি।  উল্লেখ্য, বুধবার দুপুরে বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতি করেছে অস্ত্রধারীরা। এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ২ কোটি টাকা লুট করে অস্ত্রধারীরা।
কুমারখালীতে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার কুমারখালীতে নৌকায় ভোট করা নিয়ে পূর্ববিরোধে আমিরুল ইসলাম নান্নু (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।  বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  নিহত আমিরুল ইসলাম উত্তর চাঁদপুর এলাকার মৃত জলিল শেখের ছেলে। তিনি জলাশয় লিজ নিয়ে মাছ চাষ করতেন। হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেছেন নিহতের স্বজন ও উত্তেজিত এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত জাতীয় নির্বাচনে নিহত নান্নু নৌকায় ভোট করেছিলেন। এ নিয়ে স্বতন্ত্র বিজয়ী প্রার্থীর লোকজনের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিদেন তলা বাজার থেকে মোটরসাইকেলযোগে উত্তর চাঁদপুরে নিজ বাড়িতে ফিরছিলেন নান্নু। পথিমধ্যে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে চলে যায়। রাত সাড়ে ৯টায় আমিরুলের বাড়ি থেকে ৩শ মিটার দূরে একটি কলাবাগানে তার ক্ষত-বিক্ষত মরদেহ পাওয়া যায়।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম। তিনি জানান, পূর্ববিরোধে তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।