• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
কুষ্টিয়া সীমান্ত থেকে অস্ত্রসহ যুবক আটক
বিজিবির অভিযানে মালিকবিহীন ১৪টি ভারতীয় মহিষ জব্দ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ২৪০ গ্রাম কোকেন ও ১৪টি মহিষ উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গেল রাতে চরচিলমারী বিওপির ডিগ্রির চর মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ১৪টি ভারতীয় মহিষ ও সীমান্তবর্তী উদয়নগর বিওপির আতারপাড়া গ্রাম থেকে মালিকবিহীন অবস্থায় ২৪০ গ্রাম ভারতীয় মাদক কোকেন উদ্ধার করা হয়।  আরটিভি/এএএ/এস
চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ১
পদ্মা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
দৌলতপুরে বিজিবির জনসচেতনতামূলক সভা 
কুষ্টিয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা
পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
কুষ্টিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের রাকিবুল ইসলামের ছেলে তামিম হোসেন (১২) ও আকছেদ মণ্ডলের ছেলে আশিক আহমেদ (১১)। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে বেশ কয়েকজন শিশু গোসল করতে নামে। এ সময় তামিম ও আশিক পানিতে ডুবে যায়। পরে অন্য শিশুদের চিৎকারে এলাকাবাসীরা এসে মৃত অবস্থায় তাদের উদ্ধার করে। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দুপুরে পুকুরের পানিতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
‘এখন আমি কাকে নিয়ে থাকবো’
দৌলতপুরে একটি বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৭ ফেবুয়ারি) দুপুরের দিকে উপজেলার আল্লার দর্গা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম। তিনি বলেন, নবজাতককে উদ্ধারে কাজ করছে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনার পর পুলিশকে জানানো হলে দ্রুত তারা পদক্ষেপ নিতে শুরু করেছেন। পুলিশের একাধিক দল কাচ করছে। এদিকে হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়- বোরকা পরিহিত লাল সোয়েটার গায়ে এক নারী নবজাতককে কোলে নিয়ে তড়িঘড়ি করে হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছেন। জানা যায়, হাসপাতালের মহিলা ওয়ার্ডে নবজাতকের নানির কোল থেকে বাচ্চাকে আদর করার কথা বলে কোলে তুলে নেন বোরকা পরিহিত ওই নারী। পরে শিশুটির নানি পানি আনতে গেলে নবজাতককে নিয়ে পালিয়ে যান বলে জানিয়েছেন শিশুটির নানি রহিমন নেছা। নবজাতকের মা রিয়া খাতুন বলেন, গত ৫ তারিখে আমার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে শিশুর জন্ম হয়। বিয়ের পর এটাই আমার প্রথম বাচ্চা। কান্না জড়িতকন্ঠে তিনি বলেন, এখন আমি কাকে নিয়ে থাকবো? এদিকে নবজাতক চুরির ঘটনায় এলাকাবাসীর প্রশ্ন প্রায়ই শুনি হাসপাতাল থেকে শিশু চুরি হয়। কিন্তু কোথায় নেওয়া হয় এসব শিশুদের? কারা জড়িত? আইনশৃংখলা বাহিনী কি ইচ্ছে করলে তা বের করতে পারে না? তারা আরও বলছেন, এভাবে আর কত পরিবারের স্বপ্ন ভাঙবে? এর কি কোন সমাধান নেই?