ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

জয়পুরহাটে পুলিশের-ডাকাতের গোলাগুলিতে আহত ৬

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ০৮ মে ২০১৭ , ১০:১৮ এএম


loading/img

জয়পুরহাটে পুলিশ-ডাকাতের গোলাগুলিতে দুই ডাকাত গুলিবিদ্ধ এবং চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার মধ্যরাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, পাঁচবিবি পৌর শহরের বালিঘাটা এলাকায় ডাকাতির প্রস্ততি নিচ্ছিল তারা- এমন গোপন সংবাদের ভেতরে টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে কুখ্যাত ডাকাত মিলন ও রফিকুল গুলিবিদ্ধ হয়।

বিজ্ঞাপন

আর আহত হন পুলিশের চার সদস্য। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন তিনি।

আর/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |