বাংলা নববর্ষকে স্বাগত জানতে সাংস্কৃতিক জোট বর্ষবরণ উৎসবের আয়োজন করেছে। এ উপলক্ষে তাদের নিজস্ব পরিবেশনায় সংগীত, নৃত্য, আবৃত্তি ও পথনাটক নিয়ে উৎসবে অংশগ্রহণ করবে।
রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠান হবে।
‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা’-এই প্রতিপাদ্যে অনুষ্ঠান উদ্বোধন করবেন আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট আইটিআই-এর সাম্মানিক বৈশ্বিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার। উদ্বোধন পর্বে অংশ নেবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দসহ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ্।