ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

অনলাইন কেনাকাটায় দুঃসংবাদ

আরটিভি নিউজ

সোমবার, ০২ জুন ২০২৫ , ০৫:১৩ পিএম


loading/img
ফাইল ছবি

অনলাইন মার্কেটপ্লেসে ঘরে বসেই পাওয়া যায় বিভিন্ন দোকান ঘুরে দেখার সুযোগ, সেই সঙ্গে দাম যাচাইয়ের স্বাধীনতা। তাই দিন দিন ক্রেতারা আগ্রহী হয়ে উঠেছেন এই প্ল্যাটফর্মে কেনাকাটায়। তবে ঘরে বসে যেসব ক্রেতারা কেনাকাটা করতে চান, তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা আগামী অর্থবছর থেকে খানিকটা ব্যয়বহুল হতে পারে।

বিজ্ঞাপন

দেশে ই-কমার্স খাতে বা অনলাইনে পণ্য বিক্রয়ে কমিশনের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাজেট ঘোষণা শুরু করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, অনলাইনে পণ্য বিক্রয়ে কমিশনের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে ই-কর্মাস ব্যবসায়ীদের ওপর নেগেটিভ প্রভাব পড়বে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। তারা জানান, এই প্রস্তাবে নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে বাধা পড়বে।

আরটিভি/এমএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |