বিদেশফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলে বড় পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড। এখন থেকে ব্যাগেজ রুলসের সুবিধায় বছরে একবার বিনা শুল্কে নতুন মোবাইল আনা যাবে মাত্র একটি।
মঙ্গলবার (৩ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, একজন যাত্রী সর্বোচ্চ ২টি ব্যবহৃত মোবাইল ফোন ও প্রতি বছরে মাত্র একবার ১টি নতুন মোবাইল ফোন শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে আমদানি করতে পারবেন। তবে এর অতিরিক্ত আমদানি করা মোবাইল ফোনের ক্ষেত্রে বিধি ১০ ও অন্যান্য প্রচলিত বিধিবিধান প্রযোজ্য হবে।
এ ছাড়া একজন বিদেশি পাসপোর্টধারী যাত্রী ১ লিটার পর্যন্ত মদ বা মদ্য জাতীয় পানীয় (যেমন-স্পিরিট, বিয়ার, ইত্যাদি) সব ধরনের শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে আমদানি করতে পারবে। তবে বাংলাদেশি পাসপোর্টধারী কোনো যাত্রী মদ বা মদ্য জাতীয় পানীয় আমদানি করতে পারবেন না।
নতুন নিয়ম অনুসারে, বুকিং, হ্যান্ডকেরিসহ লাগেজে পণ্য আনা যাবে সর্বোচ্চ ৬৫ কেজি। এর বেশি হলে শুল্ক দিতে হবে। প্রত্যেক যাত্রীকেই এখন থেকে ব্যাগেজের ঘোষণা ফরম পূরণ করতে হবে। সেটি অনলাইনেও করা যাবে।
২০২৩ সালের বিধিমালায় মোবাইল ফোনের সংখ্যার উল্লেখ থাকলেও সেগুলো ব্যবহৃত না নতুন – তা স্পষ্ট করা হয়নি। নতুন বিধিমালায় এ বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে, ফলে ব্যবহৃত মোবাইল আনার বিষয়টি এখন আইনত নির্ধারিত।
২০২৪ সালের নতুন বিধিমালার ১০ নম্বর বিধিতে বাণিজ্যিক পরিমাণে পণ্য আমদানির ক্ষেত্রে কর ও শুল্ক পরিশোধ, আমদানি নিয়ন্ত্রণ ছাড়পত্র ও প্রয়োজনে আর্থিক জরিমানার বিধানও সংযুক্ত করা হয়েছে।
আরটিভি/এআর