ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

'সেপ্টেম্বরে প্রাথমিক বিদ্যালয় খোলার মতো পরিবেশ এখনো হয়নি' (ভিডিও)

আরটিভি নিউজ

রোববার, ২৩ আগস্ট ২০২০ , ০৪:১৯ পিএম


loading/img
ফাইল ছবি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন জানিয়েছেন, আসছে সেপ্টেম্বর মাসে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার মতো পরিবেশ এখনো হয়নি।

বিজ্ঞাপন

এছাড়া সমাপনী পরীক্ষা নেয়ার প্রস্তাবনার সার-সংক্ষেপের অনুমোদন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফেরত আসেনি জানান মো. আকরাম আল হোসেন।

আজ রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এর আগে গেল ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বলেছিলেন, করোনাভাইরাস মহামারি প্রাদুর্ভাব অব্যাহত থাকলে আসছে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। যখন এটা থামবে তখন আমরা খুলবো।

এ নিয়ে সচিব সাংবাদিকদের বলেছেন, এখনো কিন্তু ২০-২২ শতাংশ আক্রান্ত। আমাদের শিশুদের-শিক্ষকদের...; স্কুল খুললে অভিভাবকরা চলে আসবে। তাদের আমরা ঝুঁকির মধ্যে ফেলব কেন, সেটা আমাদের চিন্তা করতে হবে। আমরা মনে করছি এখনো পরিবেশ তৈরি হয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন: করোনার মধ্যে এইচএসসি নয়, দাবিতে ফেসবুকে আন্দোলন

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |