ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

গুজব রটনাকারীদের বিরুদ্ধে নোবিপ্রবি প্রশাসনের জিরো টলারেন্স 

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ , ০৫:৫৬ এএম


loading/img

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সম্পর্কে অসত্য ও ভিত্তিহীন তথ্যের মাধ্যমে গুজব রটনাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

সোমবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর আরটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন। কারও কোনো অভিযোগ থাকলে অভিযোগের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ রেজিস্ট্রার দপ্তরে প্রেরণের অনুরোধ করেছে প্রশাসন। 

রেজিস্ট্রার দপ্তরের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি ও পেইজ থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সম্পর্কে অসত্য ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে নোবিপ্রবি আইসিটি সেল, প্রক্টর অফিস, সাইবার সেন্টার ও পুলিশের সাইবার ক্রাইম ইউনিট বিভিন্ন ফেইক আইডি ও পেইজ শনাক্তকরণে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন তদন্ত কমিটি গঠন করেছে। অসত্য ও ভিত্তিহীন তথ্য প্রকাশের মাধ্যমে গুজব রটনাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কারো যদি কোন অভিযোগ থাকে, তাহলে অভিযোগের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ রেজিস্ট্রার দপ্তরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ করা হলো।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |