ঢাকা

ধর্ম অবমাননার অভিযোগে পাবিপ্রবির ২ শিক্ষার্থী বহিষ্কার 

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ  

সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ০৮:২২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ধর্ম অবমাননার অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিজ্ঞাপন

সোমবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান।  

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিকর্ণ দাশ দিব্য ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রণয় কুন্ডু।  

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, গত ১৪ মার্চ শুক্রবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে এই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। বিভাগ থেকে তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। তারা জবাব দিলেও সেটি সন্তোষজনক না হওয়ায় রোববার বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ডের জরুরি সভায় তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।  

এর আগে, শুক্রবার রাতে বিকর্ণ দাশ দিব্য ও প্রণয় কুন্ডুর ফেসবুক পোস্ট এবং কমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেন এবং বহিষ্কারের দাবি জানান।  

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |