ঢাকাসোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

চসিক নির্বাচন : প্রতীক পেলেন ৬ মেয়র প্রার্থী

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ০৯ মার্চ ২০২০ , ১২:৩১ পিএম


loading/img
চসিক নির্বাচনে প্রতীক বরাদ্দ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে নৌকা, বিএনপির ডা. শাহাদাত হোসেনকে ধানের শীষ প্রতীকসহ ছয়জন মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। 

বিজ্ঞাপন

আজ সোমবার (৯ মার্চ) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান। 

এছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ওয়াহেদ মুরাদ পেয়েছেন চেয়ার প্রতীক, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের এম এ মতিন পেয়েছেন মোমবাতি প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর পেয়েছেন আম প্রতীক।  

বিজ্ঞাপন

আজ থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। প্রতীক বরাদ্দ পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, জলাবদ্ধতা, যানজট, পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ যেসব সমস্যা আছে তা সমাধানে কাজ করার কথা বলেন। 

তিনি আরও বলেন, সেই সঙ্গে নান্দনিক, সন্ত্রাসমুক্ত পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তোলা হবে সবার সমন্বয়ের মাধ্যমে।  

ধানের শীষের প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, স্মার্ট, পরিবেশবান্ধব, পর্যটন নগরী গড়ে তোলতে কাজ করা হবে। 
তিনি বলেন, প্রচারণার একটি অংশ হওয়া উচিত করোনাভাইরাস। যেন জনগণ আতঙ্কিত না হয়। জনগণকে এ রোগ সম্পর্কে সেচতেন করতে হবে। নগরপিতা নয়, নগরবাসীর সেবক হতে চাই। 

বিজ্ঞাপন

মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, আচরণবিধির বাইরে যেতে দেয়া যাবে না। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এখন চলছে কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ।

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |