ঢাকাFriday, 16 May 2025, 2 Jyoishţho 1432

কাপুরুষের মতো হামলা করা হয়েছে: তাবিথ

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০ , ০৪:০৭ পিএম


loading/img
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারে কাপুরুষের মতো হামলা করা হয়েছে। যতই হামলা হোক, আমাদের দমিয়ে রাখা যাবে না। সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচার চালিয়ে যাব। বললেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার রাজধানীর গাবতলী এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় তাবিথ আউয়ালের ওপর এক দফা হামলা হয়। হামলায় তিনি আহত হন। পরে তিনি প্রতিক্রিয়া জানান।

তাবিথ আউয়াল বলেন, ‘যতই হামলা হোক, আমাদের দমিয়ে রাখা যাবে না। সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচার চালিয়ে যাব।’

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের  ভাষ্য, আজ বেলা ১১টার দিকে তাবিথ গাবতলী বাসস্ট্যান্ডের পেছনে বাজারপাড়া এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেন। এলাকাটি উত্তর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে। গণসংযোগ শুরুর পরপরই লাঠিসোটা নিয়ে তাদের পেছন থেকে হামলা করেন একদল লোক। তারা তাবিথ ও তার সঙ্গীদের ওপর ঢিল ছোড়েন। কয়েকটি ঢিল তাবিথের গায়ে ও মাথায় লাগে। এতে তাবিথসহ তার সঙ্গে থাকা ১০ থেকে ১২ জন কর্মী-সমর্থক আহত হন।

এসজে/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |