ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ইরবার টিপু-জীবনের ‘বঙ্গবন্ধু আর বাংলাদেশ’ 

বিনোদন ডেস্ক

শনিবার, ১৫ আগস্ট ২০২০ , ০৩:১৮ পিএম


loading/img
ছবিতে ইরবার টিপু-জীবন।

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। দিনটিতে তার প্রতি শ্রদ্ধা জানাতে গায়ক, সুরকার-সংগীত পরিচালক ইবরার টিপু এবং গীতিকার রবিউল ইসলাম জীবন তৈরি করেছেন বিশেষ গান ‘বঙ্গবন্ধু আর বাংলাদেশ’। 

বিজ্ঞাপন

১৫ আগস্ট রাতের প্রথম প্রহরে আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানলে লিরিকাল ভিডিও আকারে গানটি প্রকাশ করা হয়েছে। এছাড়া সারা দিনব্যাপী আরটিভির ফিলার সং হিসেবে প্রচার করা হচ্ছে গানটি। রবিউল ইসলাম জীবনের কথায় সুর, সংগীতায়োজনের পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু। 

গানটির মুখ-‘এ কান্না এতটাই দীর্ঘ বয়ে যাবে কাল থেকে মহাকাল/ এ শোকে ব্যথিত আজও মাঠের সবুজ থেকে সূর্যের লাল/ ওরা কেড়ে নিয়েছে প্রাণ তবু রয়ে গেছে সেই রক্তের দাগ/ওরে, বঙ্গবন্ধু আর বাংলাদেশ কোনোদিনও হয় কি ভাগ?/ বঙ্গবন্ধু আর বাংলাদেশ কখনো হবে না ভাগ।’ 
রফিকুল ইসলাম রাফির সম্পাদনায় গানটির লিরিকাল ভিডিওটি বানিয়েছেন মাসুদুজ্জামান সোহাগ। 

বিজ্ঞাপন

ইবরার টিপু বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে অনেক গান শুনেছি। তবে এই গানের অনুভূতির প্রকাশটা ব্যতিক্রম। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তর থেকে কাজটি করেছি। আশাকরি সবার ভালো লাগবে।’ 

রবিউল ইসলাম জীবন বলেন, ‘বঙ্গবন্ধু আর বাংলাদেশকে কখনো ভাগ করা যাবে না। মাঠের সবুজ থেকে সূর্যের সব সর্বত্র বঙ্গবন্ধু ছড়িয়ে আছেন তিনি। এ জাতি কাল থেকে মহাকাল তাকে স্মরণ করবে, ভালোবাসবে। সেই চিত্রকল্পই গানটিতে তুলে ধরার চেষ্টা করেছি।’ 

এরই মধ্যে অনেকেই গানটির জন্য প্রংশসা করেছেন বলেও জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

এম   
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |