'সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সময় উল্লেখ নেই কেন?'
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সময় কেন উল্লেখ করা হয়নি কেন? এমন প্রশ্ন তুলেছেন অভিনেতার পরিবারের আইনজীবী বিকাশ সিং।
তিনি বলেন, 'সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কোনো সময় উল্লেখ করা হয়নি, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সুশান্তকে মারার পর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়া হয়েছিল, নাকি গলায় ফাঁস লাগার পর তার মৃত্যু হয়েছিল, সেটা মৃত্যুর সময় জানলে অনেকটাই স্পষ্ট হয়ে যায়।'
বিকাশ সিং-আরও বলেন, মুম্বাই পুলিশ এবং কুপার হাসপাতালকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে। আর সত্য জানতেই সিবিআই তদন্ত প্রয়োজন।
এই আইনজীবী বলেন, 'মুম্বাই পুলিশ পেশাদার। তবে তারা তখনই কাজ করতে পারে যখন মন্ত্রী অনুমতি দেয়। আর এই ধরনের হাইপ্রোফাইল মামলায় রাজনীতিবিদদের হস্তক্ষেপে তদন্ত বাধা পায়। পুলিশকে তাদের মতো করে কাজ করতে দেয়া উচিত।'
আরও পড়ুন:
এম
মন্তব্য করুন