বলিউডে বেশ দাপটের সঙ্গে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। ইতোমধ্যে অনেক ভক্ত জুটিয়ে ফেলেছেন তিনি। এবার ভক্তদের হুলস্থূল কাণ্ডে সায় দিলেন এই অভিনেতা।
পরবর্তী সিনেমার শুটিংয়ের জন্য বর্তমানে শিলংয়ে রয়েছেন আয়ুষ্মান। সেখানে একটি হোটেলে রাতের খাবার খেতে গিয়েছিলেন তিনি। প্রিয় তারকার আসার খবর পেয়ে ওই হোটেলে জোর করে ঢুকে পড়েন আয়ুষ্মানের দুই শতাধিক ভক্ত।
খাবার শুরু করার একপর্যায়ে আয়ুষ্মান জানতে পারেন, তাকে একনজর দেখার জন্য ভক্তরা হুলস্থূল কাণ্ড ঘটিয়ে ফেলেছে। তাই তিনি ভক্তদের নিরাশ না করে বেরিয়ে আসেন, তাদের সাথে সাক্ষাৎ করেন এবং অটোগ্রাফ দেন।
আরও পড়ুন :
প্রসঙ্গত, অনুভব সিনহার প্রযোজনায় 'অনিক' সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন আয়ুষ্মান খুরানা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ১৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।
এনএস/পি