ফের ক্যানসারে আক্রান্ত হয়েছেন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। ২০১৮ সালে আরও একবার স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে ছিলেন। এরপর শরীরজুড়ে মারণাব্যধী রোগের ক্ষত দেখিয়ে ‘সাহসী’ তাহিরা জানিয়েছিলেন, তিনি এখন পুরোপুরি রোগমুক্ত। তবে বিশ্ব স্বাস্থ্য দিবসে আয়ুষ্মান পত্নী জানালেন, ৭ বছর পর আবারও তার শরীরে নতুন করে বাসা বেঁধেছে ক্যানসার।
ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙ্গে পড়েননি, বরং এবারও লড়াইয়ের জন্য প্রস্তুত আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। হাতে সূর্যমুখী ফুল নিয়ে বার্তা দিয়েছেন, আমি সেরে উঠছি। তার মধ্যেই তাহিরার আরও একটি বার্তা মন খারাপ করে দিয়েছে তার অনুরাগীদের।
সম্প্রতি চিকিৎসার কারণে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল তাহিরাকে। সেখানে শাহরুখ খান অভিনীত ‘কাল হো না হো’ সিনেমার শীর্ষসঙ্গীত বাজছিল। তাহিরা সাময়িকভাবে নাকি সেই গান শুনে ভয়ে কেঁপে উঠেছিলেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গানটি বন্ধ করে দেওয়ার অনুরোধও জানান তিনি। সংবাদমাধ্যমে সে কথা নিজেই জানিয়েছেন তাহিরা।
পেশায় পরিচালক-লেখক তাহিরা জানান, সাত বছর পরে আবারও ক্যান্সার ফিরে এসেছে। তার ফের চিকিৎসা শুরু হয়েছে। যার জন্য হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে তাকে। সেদিন তার স্ক্যান করানো হচ্ছিল। আচমকা কানে আসে ‘কাল হো না হো’ গানটি। ছবির নায়কও ক্যানসার আক্রান্ত। ক্রমশ মৃত্যু নিকট হচ্ছে তার। এমন আবহে গানটি নেপথ্য সঙ্গীত হিসাবে ব্যবহৃত হয়েছে।
গানটি কানে আসামাত্র তাহিরা হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন, দয়া করে এখনই গানটি বন্ধ করে দিন। গানের কথা, সুর তাকে এতটাই ছুঁয়ে গিয়েছিল বলেই কি তিনি সাময়িক মানসিকভাবে ভেঙে পড়েছিলেন? মৃত্যুভয় দেখা দিয়েছিল তার মনে? এর উত্তর অবশ্য তাহিরা দেননি।
তবে নিজের অসুস্থতার খবর প্রকাশ্যে আনার সঙ্গে সঙ্গে স্ত্রীকে সাহস জুগিয়েছেন স্বয়ং আয়ুষ্মান। সমাজমাধ্যমে লিখেছেন, দ্বিতীয়বারও তোমার পাশে আছি।
প্রসঙ্গত, কলেজে পড়াকালীনই তাদের প্রেম। ২০০৮ সালে বিয়ে করেন আয়ুষ্মান-তাহিরা। ২০১৮ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন। কঠিন সময়ে স্ত্রীর পাশে ছিলেন আয়ুষ্মান। সময়ের সঙ্গে সঙ্গে দুজনের এই সম্পর্ক আরও পোক্ত হয়েছে।
আরটিভি/এএ