হলিউডের সাবেক তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদের পর তাদের সন্তানদের অভিভাবকত্ব নিয়ে শুরু হয় ঝামেলা। শেষমেষ আদালতের দারস্থ হন তারা। সম্প্রতি এ নিয়ে একটি শুনানিতে সন্তানদের দেখভালের অর্ধেক দায়িত্ব পেয়েছেন ব্র্যাড পিট।
যদিও এটি সম্ভাব্য রায়। চূড়ান্ত রায়ের আগে সৌজন্যমূলক এমন রায় দেয়া হয়। তবে রায়ের পর বেশ আনন্দে আছেন এই অভিনেতা। এখন তিনি সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারবেন।
তবে আদালতের এমন রায় মানতে নারাজ অ্যাঞ্জেলিনা জোলি। তার অভিযোগ, বিচারক জন ওডারকার্ক তার সন্তানদের নিরাপত্তা ও ভালো থাকার জন্য প্রয়োজনীয় প্রমাণ-সাক্ষ্য শুনতে অস্বীকার করেছেন। বিচারক কোর্টের কোড মানেননি। কোড অনুযায়ী, এমন কোনো ব্যক্তির হাতে সন্তানের অভিভাবকত্বের দায়িত্ব দেয়া যাবে না, যার বিরুদ্ধে ডমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ রয়েছে। যদিও ব্র্যাডের বিরুদ্ধে জোলির এই অভিযোগ প্রমাণ হয়নি।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১৪ সালে বিয়ে করেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। বিয়ের দুই বছরের মাথায় ডিভোর্সের সিদ্ধান্ত নেন এই দম্পতি।
এনএস