একসময় অভিনয় করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা জিতের সঙ্গে। ভাগ্যের নির্মম পরিহাসে এখন তিনি রাস্তায় ফুল বিক্রি করছেন। এই অভিনেত্রীর নাম ইন্দ্রানী ঘোষ।
আরও পড়ুন...সুশান্তের মৃ'ত্যুতে নয়া মোড়, অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু গ্রে'প্তার
চলচ্চিত্রের মানুষদের এমন দুর্দশার কথা প্রায়ই সামনে আসে। ঝলমলে রঙিন দুনিয়া থেকে ছিটকে পড়ে রাস্তায়। তবে ইন্দ্রানী ঘোষের ঘটনাটি বাস্তবে নয়। স্টার জলসার ধারাবাহিক ‘খেলাঘর’-এ এমন চরিত্রে দেখা যাচ্ছে তাকে।
শিশু বয়স থেকেই অভিনয় শুরু করেন ইন্দ্রানী। ‘সাথীহারা’ সিনেমায় জিতের মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি। টালিউডে নিজের অভিনয় প্রতিভা দেখিয়ে দর্শকদের প্রতিনিয়ত মুগ্ধ করে চলেছেন এই অভিনেত্রী।
-
আরও পড়ুন... সামান্থাকে নিয়ে দুশ্চিন্তায় শ্বশুর নাগার্জুন
প্রসঙ্গত, বড় পর্দার পাশাপাশি বিভিন্ন টেলিফিল্ম এবং ধারাবাহিকে কাজ করেছেন ইন্দ্রানী। তার অভিনীত টিভি ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হলো ‘রাজলক্ষ্মী কুরুক্ষেত্র’, ‘রাখি বন্ধন’, ‘রেশম ঝাঁপি’, ‘কনে বৌ’।
সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা
এনএস