ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

‘নায়কের সঙ্গে শুতে বলেছিলো’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ মে ২০২১ , ০৯:১৪ পিএম


loading/img
কিশওয়ার মার্চেন্ট

ভারতের টেলিভিশন তারকা কিশওয়ার মার্চেন্ট। বলিউডে কাজ করতে গিয়ে কাস্টিং কাউচের সম্মুখীন হয়েছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন তিনি।

বিজ্ঞাপন

কিশওয়ার বলেন, ‘এটা আমার সঙ্গে মাত্র একবারই হয়েছে। মনে আছে মায়ের সঙ্গে অডিশন দিতে গিয়েছিলাম। অডিশনের শেষে আমাকে জানানো হয় আমাকে ছবির হিরোর সঙ্গে শুতে হবে। খুব নম্রভাবে না বলে ওখান থেকে চলে এসেছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমি কখনই বলব না এটা প্রায়ই হয় বা এটা স্বাভাবিক। শুধু বলব বলিউড কুখ্যাত হলেও সব ইন্ডাস্ট্রিতেই কাস্টিং কাউচ রয়েছে।’

বিজ্ঞাপন

ছোট পর্দাতেই ব্যস্ত সময় পার করছেন কিশওয়ার। বড় পর্দায় ছোট চরিত্র করার চেয়ে ছোট পর্দায় গুরুত্বপূর্ণ বা মুখ্য ভূমিকায় অভিনয় করলে বেশি জনপ্রিয়তা পাওয়া যায়। তিনি সেভাবেই তার ক্যারিয়ার গড়ে তুলেছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

এনএস/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |