ঢাকাSaturday, 28 June 2025, 14 Ashaŗh 1432

`আপনার অবদান কেউ ভুলবে না'

আরটিভি অনলাইন ডেস্ক

শনিবার, ২২ এপ্রিল ২০১৭ , ০৯:৫৩ এএম


loading/img

সঙ্গীতের বরপুত্র লাকী আখন্দ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বিনয়ী এ মানুষটির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করছেন প্রিয় মানুষটিকে নিয়ে।

বিজ্ঞাপন

এ মৃত্যুতে শোক জানাতে গিয়ে কুমার বিশ্বজিত তার ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়ে জানালেন, লাকী আখন্দের সঙ্গে পরিচয় এবং হৃদ্যতা চার দশকেরও বেশি সময়ের। লাকী আখন্দ খুব স্নেহ করতেন।  

১৯৭৭ সালে কুমার বিশ্বজিতের প্রকাশিত প্রথম একক অ্যালবামে গান করে দিয়েছিলেন লাকী আখন্দ। পরবর্তীতে লাকী আখন্দেরই করে দেয়া আরেকটি গান গেয়ে কুমার বিশ্বজিত আকাশছোঁয়া খ্যাতি পান। যে গানটি চিরসবুজ গান হয়েই থাকবে মানুষের মুখে মুখে। গানটি হচ্ছে ‘যেখানেই সীমান্ত তোমার’।

বিজ্ঞাপন

কুমার বিশ্বজিত লেখেন, লাকী ভাইয়ের করা এ গানটি আমাকে নতুন জীবন দিয়েছিল। লাকী ভাই বাংলাদেশের সংগীতাঙ্গনে আপনার অবদান কেউ ভুলবে না। আমাদের হৃদয়ে আপনি বেঁচে থাকবেন। আপনার আত্মার শান্তি কামনা করছি।

স্ট্যাটাসের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন তিনি। লাকী আখন্দকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তুলেছিলেন কুমার বিশ্বজিত।

এইচএম / এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |