ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

‘সোনাবন্ধু রে’ নিয়ে আসছেন হামজা-শাকিলা

আরটিভি নিউজ

সোমবার, ২৮ জুন ২০২১ , ১২:২০ পিএম


loading/img
হামজা ও শাকিলা

দেশের প্রগতিশীল মডেল ও অভিনেতা হামজা খান শায়ান। মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন মিউজিক ভিডিওতে তার সরব উপস্থিতি। অন্যদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিলা পারভীন। ইতিমধ্যে তারা দুজনই বেশ জনপ্রিয়তা পেয়েছেন। আসছে ঈদে একটি মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছেন তারা।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে হামজা খান শায়ান আরটিভি নিউজকে জানান, বর্তমানে ফ্যাশন ব্র্যান্ড এবং বিজ্ঞাপনের কাজ বেশি করা হচ্ছে। তবে এবার ঈদের চমক হিসেবে একটি মিউজিক ভিডিও আসবে। জাহেদ পারভেজ পাবেলের গাওয়া ‘সোনাবন্ধু রে’ গানে এবারের ঈদে দর্শক মাতাবে। আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব ভালো ভালো কাজ উপহার দিতে পারি।

বিজ্ঞাপন

জাহেদ পারভেজ পাবেল আরটিভি নিউজকে জানান, ‘বুক চিন চিন করছে হায়’ এর পর কোরবানি ঈদে আসছে আমার নতুন ধামাকা গান ও ভিডিও ‘সোনাবন্ধু রে’। এই গানের ভিডিওতে প্রথমবারের মতো আমাকে নাচতে দেখা যাবে। আশা করছি গান ও ভিডিও দুটোই সবার খুব ভালো লাগবে।

ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে ইতিমধ্যে মিউজিক ভিডিওর দৃশ্যধারণ শেষ হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রাজ বিশ্বাস শংকর। এছাড়াও এতে র‍্যাপ করেছেন মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |