ঢাকা

অমিতাভের দুই সন্তান পথ আটকেছিলেন জ্যাকির! তার পর কী হল...

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১ , ০৯:২৬ এএম


loading/img

পর্দা কাঁপানো অভিনেতা অমিতাভ বচ্চন এবং জ্যাকি শ্রফ। বলিউডের দুই অভিনেতাই তখন চেন্নাইতে ছবির কাজে ব্যস্ত। বিগ বি ততো দিনে বলিউডে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। কিন্তু জ্যাকি তখনও তুলনামূলক ভাবে নতুন। এক এক পা করে এগিয়ে যাচ্ছেন সাফল্যের দিকে। স্বাভাবিক ভাবেই অমিতাভকে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি জ্যাকি। ছুটে গিয়েছিলেন প্রিয় তারকার সই নিতে।

বিজ্ঞাপন

তখনই অমিতাভের সহকারীর সঙ্গে তার দুই সন্তান শ্বেতা বচ্চন নন্দা এবং অভিষেক বচ্চনকে এগিয়ে আসতে দেখেন জ্যাকি। তখন তারা দু’জনেই বেশ ছোট। অমিতাভের সহকারী জ্যাকিকে জানান, দুই তারকা-সন্তান তার সই চেয়েছেন। এই কথা শুনে খানিক স্তম্ভিত হয়েছিলেন জ্যাকি। নিজেকে সামলে তিনি বলেছিলেন, “আমি তো বচ্চনবাবুর সই চাইতে যাচ্ছিলাম। তার সন্তানরা আমার সই চাইছে!”

অমিতাভের ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে এসে আজ থেকে বহু বছর আগের সেই দিনটিকে আরও একবার ফিরে দেখলেন জ্যাকি। সঞ্চালককে নিজের আবেগের কথা বললেন তিনি। অমিতাভও পুরো ঘটনাটি জেনে নিজের আনন্দ-বিস্ময় চেপে রাখতে পারেননি।

বিজ্ঞাপন

সূত্র: আনন্দবাজার

এমএন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |