একজন মানুষের মতো দেখতে সারাবিশ্বে মোট সাতজন মানুষ আছে, এমন ধারণা অনেকের। অনেক আগে থেকেই এমন কথা প্রচলিত আছে। বলিউডের অনেক তারকার মতো দেখতে মানুষের সন্ধান পাওয়া গেছে। কিছুদিন আগেই বলিউড বাদশা শাহরুখ খানের মতো দেখতে এক যুবক তুমুল ভাইরাল হন। এবার ঘটেছে পুরোপুরি ভিন্ন ঘটনা। পুরুষ নয়, শাহরুখের মতো দেখতে এক নারী এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এখন প্রশ্ন আসতে পারে, একজন নারী কী করে শাহরুখের মতো দেখতে হয়? অবশ্য এই নিয়ে শোরোগোলের শেষ নেই। আসলে পুরো বিষয়টি মেকআপের কারিশমা।
দীক্ষিতা নামে এক মেকআপ আর্টিস্ট শাহরুখ খানের অন্ধভক্ত। আর তাই মেকআপ করে নিজের মুখটাকেই শাহরুখের মতো করে সাজিয়েছেন তিনি। যা দেখে বিস্মিত নেটিজেনরা। অনেকের মতে, এ যেন সত্যিকারের শাহরুখ। দীক্ষিতার সেই ভিডিওটি হু হু করে শেয়ার হচ্ছে। এরইমধ্যে অনেকের প্রশংসাও কুড়িয়েছেন এই মেকআপ আর্টিস্ট।
জানা গেছে, মেকআপে দারুণ দখল রয়েছে দিক্ষিতার। শুধু শাহরুখ নন, মেকআপের সাহায্যে আরো অনেক তারকার মুখ তিনি আঁকতে পারেন নিজের মুখে। আলিয়া ভাট, রণবীর কাপুরের মুখের ছবিও তিনি নিজের মুখে আঁকতে পারেন। ওই নারী মেকআপ আর্টিস্টের এমন পারদর্শিতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে।
এনএস/টিআই