ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ভোট নিয়ে যা বললেন চলচ্চিত্র তারকারা (ভিডিও)

আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২ , ১২:৪৬ পিএম


কঠোর নিরাপত্তায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু চলছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। 

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ একটি প্যানেল গঠন করেছেন এবং অন্য প্যানেলে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান।

এদিকে ভোট দিতে সকাল থেকেই তারকাদের এফডিসিতে আসতে দেখা গেছে। সময় গড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতিও বেড়েছে। দুই প্যানেল প্রার্থী ও ভোটাররা কথা বলেছেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। 

বিজ্ঞাপন

নায়ক ফেরদৌস আহমেদ বলেন, খুব সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

নায়ক শাকিল খান বলছেন, একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ৯০ দশকের পর আজকে এমন জমজমাট পরিবেশ দেখতে পাচ্ছি। আমরা চাই সেই পরিবেশটা চলমান থাকুক। সমস্ত শিল্পী একসঙ্গে কাজ করবে এটাই চাই। 

নায়ক মামনুন হাসান ইমন বলছেন, প্রতিবারই চলচ্চিত্র নির্বাচন নিয়ে দেশবাসীর চোখ থাকে। এবার সেটা আরও বেড়েছে। দুই জায়গার প্রার্থীরাই পরিচিত মুখ। এবার ইলিয়াস কাঞ্চন ভাই থাকাতে আগ্রহের কেন্দ্রবিন্দু আরও বেড়েছে। 

বিজ্ঞাপন

নায়ক মো. সাখাওয়াত হোসেন নিরব জানান, আমরা কাজ করার প্রত্যাশা নিয়েই প্যানেল তৈরি করেছি। ভোটাররাও কাঞ্চন-নিপুণ প্যানেলকে সমর্থন দিয়েছে। তারা চাইছেন নতুন কিছু আসুক, নতুন পরিবর্তনের ছোঁয়া লাগুক। 

বিজ্ঞাপন

খল অভিনেতা ডন বলেন, আগের তুলনায় এবারের নির্বাচনের পরিবেশটা একটু অন্যরকম। এবার খুব সুন্দরভাবে ভোট দিতে পারছি। আমি চাই নির্বাচন শেষ হওয়া পর্যন্ত এই পরিবেশ বজায় থাক।

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল জানান, এ রকম পরিবেশ সবসময় থাকুক সেটাই কামনা। ভোটাররা সুন্দরভাবে ভোট দিতে পারছেন। সেটা বজায় থাকবে বলে আশা করছি। 

সভাপতি প্রার্থী মিশা সওদাগর বলেন, নির্বাচনটা দারুণ হচ্ছে। সবার মুখে হাসি। যদিও আমারা মাস্ক পরছি না, সে জন্য ক্ষমা করবেন। কারণ, ভোটাররা দেখতে চায়। পরিবেশে ঠিক রাখতে আইনশৃঙ্খলার পাশাপাশি নির্বাচন কমিশন সব ধরনের সহযোগিতা করছেন। তাছাড়া আমরা দুই প্যানেল একে অন্যের প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে কাজ করছি। আমাদের কোনো সমস্যা হচ্ছে না। 

অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমী বলছেন, নির্বাচন কোনো প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার নয়। এটা আনন্দের ব্যপার। আমরা নির্বাচনটা উপভোগ করছি, আপনারা (সাংবাদিক) একটু বেশি বাড়াবাড়ি করার কারণে দর্শকরা মাঝে মাঝে ভুল তথ্য পায়। সেটা একটু বিরক্তিকর কারণ হয়। তবে এবার নির্বাচনটা খুব সুন্দর পরিবেশে হচ্ছে। 

অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণ জানান, নির্বাচন খুব সুন্দরভাবে হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। যদি এভাবেই চলে তাহলে সুষ্ঠু একটা নির্বাচন হবে বলে আশা করছি। 

তিনি বলেন, সবার মাঝে যে কাঞ্চন-নিপুণ প্যানেল জোয়ার উঠেছে, এটা আমাদের জন্য বড় একটা পাওয়া। 

উল্লেখ্য, এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ একটি প্যানেল গঠন করেছেন এবং অন্য প্যানেলে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান।

চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে সভাপতি পদে লড়বেন ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর। দুই সহসভাপতি পদে আছেন মোট চারজন। তারা হলেন ডি এ তায়েব, রিয়াজ, মনোয়ার হোসেন ডিপজল ও মাসুম পারভেজ রুবেল।

সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন চিত্রনায়িকা নিপুণ। সহসাধারণ সম্পাদক পদে সুব্রত বনাম সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক পদে আলেক জান্ডার বো বনাম শাহনূর, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী বনাম নিরব, দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান বনাম জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন বনাম মামনুন হাসান ইমন, কোষাধ্যক্ষ পদে আজাদ খান বনাম ফরহাদ।

এ ছাড়াও কার্যকরী পরিষদের সদস্যদের পদ ১১টি। দুটি প্যানেল থেকে ১১ জন করে মোট ২২ জন এবং স্বতন্ত্র প্রার্থী মিলে প্রতিদ্বন্দ্বীরা হলেন- অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, কেয়া, গাংগুয়া, চুন্নু, জেসমিন, ডন, নাদির খান, নানাশাহ, পরীমণি, ফেরদৌস, বাপ্পরাজ, মৌসুমী, রোজিনা, রবিউল ইসলাম হরবোলা, শাকিল খান, সুচরিতা, সাংকোপাঞ্জা, সিমান্ত ও হাসান জাহাঙ্গীর।

এবার শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। অন্য দুই সদস্য হলেন- বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

আরএ/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |