ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

পীরজাদা হারুনের বিরুদ্ধে মামলা করবেন হিরো আলম

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ৩১ জানুয়ারি ২০২২ , ১০:২৮ এএম


loading/img

গেল ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে ঢুকতে পারেননি হিরো আলম। এমনকি গতকাল (৩০ জানুয়ারি) ১৭ সংগঠনের আন্দোলনে শামিল হলেও তাকে অপমান করে বের করে দেন পরিচালক শাহীন সুমন। এতে তার সম্মানহানি ঘটেছে। সবকিছুর জন্য নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে দায়ী করেছেন এবং তার বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলে ঘোষণা দিয়েছেন হিরো আলম।

বিজ্ঞাপন

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘নির্বাচনের দিন অনেক সাংবাদিক ভাইসহ আমাকেও অনেক কষ্ট দিয়েছেন, অসম্মান করেছেন ওই পীরজাদা হারুন। আমি তার নামে মামলা করব, করতে চাই।’

বিজ্ঞাপন

হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের জন্যই ভোটের দিন পরিচালক, প্রযোজকদের এফডিসিতে ঢুকতে দেওয়া হয়নি। তার কারণেই আজ আমাদের নিজেদের মধ্যে কলহ তৈরি হয়েছে। তার মতো মানুষ এফডিসিতে থাকলে চলচ্চিত্রের ক্ষতি ছাড়া লাভ হবে না। তার এফডিসিতে নয়, জেলখানায় থাকা উচিত। ভোটের দিন আমার সঙ্গে যা ঘটেছে, তাতে আমার সম্মানহানি হয়েছে। আমি নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মানহানি মামলা করব।’

এদিকে গতকাল (৩০ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনের বিরুদ্ধে অভিযোগ এনে চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘ভোটের দিন সকালে নির্বাচন কমিশনার পীরজাদা হারুন আমার কাছে তার দুই গালে দুটো চুমু (কিস) খেতে বলেছিলেন। ওর দুই গালে চড় লাগানো উচিত ছিল। যেটা আমি করিনি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সে সময় আমাদের প্যানেলের দুই নারী সদস্য শাহনূর ও জেসমিন সেখানে উপস্থিত ছিল। তখনই উনার গালে চড় দিয়ে আমার ইলেকশনটা বন্ধ করে দেওয়া উচিত ছিল।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের। এ বিষয়টি অপমানজনক দাবি করে নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন। পীরজাদা শহীদুল হারুনকে আর কোনোদিন চলচ্চিত্র বা নাটকের কাজে নেওয়া হবে না। টেলিভিশন অভিনয় শিল্পী সংঘও পীরজাদা হারুনকে নাটকে অবাঞ্ছিত ঘোষণার পক্ষে একমত পোষণ করেছেন।

এনএস/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |