ঢাকাবৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

‘বিগ বস’ জিতলেন তেজস্বী প্রকাশ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ৩১ জানুয়ারি ২০২২ , ০২:২৮ পিএম


loading/img

ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’। সালমান খানের সঞ্চালনায় এই প্রতিযোগিতার ১৫তম আসরে বিজয়ী হয়েছেন অভিনেত্রী তেজস্বী প্রকাশ।

বিজ্ঞাপন

রোববার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে ‘বিগ বস ১৫’-এর গ্র্যান্ড ফিনালে। বিজয়ীর নাম ঘোষণা করেন সালমান খান।  পুরস্কারস্বরূপ তেজস্বীর হাতে ৪০ লক্ষ টাকা ও বিগ বসের ট্রফি তুলে দেন ভাইজান।

বিজ্ঞাপন

তেজস্বী বলেন, ‘যারা আমার এই স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চার মাসের চ্যালেঞ্জিং সময় পার করার পর স্বপ্ন সত্যি হয়ে ধরা দিয়েছে। ঘরে ট্রফি এসেছে।’

এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন প্রতীক সেহজপাল, তৃতীয় অবস্থানে রয়েছেন করণ কুন্দ্রা, চতুর্থ অবস্থানে রয়েছেন শমিতা শেঠি। অন্যদিকে বিগবসের অফার করা ১০ লক্ষ টাকার বিনিময়ে এই শো থেকে সরে দাঁড়ান কোরিওগ্রাফার নিশান্ত ভাট।

নিশান্ত বলেন, তিনি খুশি। বিগবস তাকে পরিচিতি দিয়েছে, তাই এই শোকে ধন্যবাদও জানিয়েছেন নিশান্ত। পাশাপাশি সালমান খান তাকে জানান, তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

তেজস্বী প্রকাশ

‘বিগ বস ১৫’-এর গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বিগ বসের পাঁচ প্রাক্তন বিজয়ী। ১০ লাখ রুপি বাক্সবন্দি করে তারাই ঘরের মধ্যে যান। এ তালিকায় ছিলেন- গৌতম গুলাটি, উর্বশী ঢোলাকিয়া, গওহর খান, হিনা খান ও রুবিনা দিলায়েক। তারা প্রস্তাব রাখেন ট্রফি বা ১০ লাখ রুপি- এ দুটোর মধ্য থেকে একটি বেছে নিতে হবে নিশান্তকে।

এদিকে টপ ফোর থেকে বাদ পড়েন শমিতা শেট্টি। তবে শো থেকে বাদ পড়েও বেশ খুশি তিনি। কারণ, উপস্থিত সকলেই বলেন, তারা ভাবতে পারেননি শমিতা বাদ যাবেন, তাদের কাছে শমিতা ছিলেন উইনার। এই কথা শুনে খুশি মনে শমিতা বলেন, যারা হেরে জিতে যায় তাদের বাজিগর বলে।

প্রসঙ্গত, এদিন সিনেমার প্রচারে বিগবসের ঘরে যান ‘গেহরাইয়াঁ’ ছবির চার অভিনেতা। তারা হলেন- দীপিকা, অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী ও ধইরিয়া কারওয়া।

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |